_copy_640x360-2023-06-25-22-48-43.jpg)
হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী ক্যাথে প্যাসিফিকের একটি উড়োজাহাজের টায়ার ফেটে ১১ যাত্রী আহত হয়েছে। শনিবার ভোরে ক্যাথে প্যাসিফিকের সিএক্স ৮৮০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন।
এক বিবৃতিতে ক্যাথে প্যাসিফিক বলেছে, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করা হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিরাপদে সরানোর সময় টায়ার ফেটে যায়।
যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে ক্যাথে প্যাসিফিক।
আপনার মূল্যবান মতামত দিন: