odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার | প্রকাশিত: ৪ July ২০২৩ ১৬:৫৩

নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার
প্রকাশিত: ৪ July ২০২৩ ১৬:৫৩

নেত্রকোনার মদনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা তামিম মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার রাত ৩টার দিকে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর গাজীর মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মে বিকেলে নেত্রকোনার মদনে শিশুটিকে ঘরে একা রেখে মা পাশের গোসলখানায় গোসল করছিল। এই সুযোগে শিশুটির চাচা তামিম মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার করে কান্না করলে তার মা এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি বলে। এ সময় অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ মে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-১৪ ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে নেত্রকোনার মদন থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। 



আপনার মূল্যবান মতামত দিন: