odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 27th January 2026, ২৭th January ২০২৬

দেশের ১১ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ July ২০২৩ ২১:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ July ২০২৩ ২১:২৯

দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১১ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: