ঢাকা | Wednesday, 15th October 2025, ১৫th October ২০২৫

দলে ফিরলেই অধিনায়কত্ব পাবেন তামিম: পাপন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৪ July ২০২৩ ০০:১০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৪ July ২০২৩ ০০:১০

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ওয়ানডে অধিনায়ক নিয়েও দোটানায় বিসিবি। তবে তামিম ফিরলে যে নেতৃত্ব তিনিই দেবেন, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ রাখেননি নাজমুল হাসান পাপন।

দীর্ঘদিন যাবত পিঠের চোটে ভুগছেন তামিম। যার চিকিৎসা নিতে চলতি মাসেই যাবার কথা ইংল্যান্ডে। এরপরই জানা যাবে তামিম কবে ফিরছেন জাতীয় দলে। তবে তামিমকেই এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের নেতৃত্বে দেখছেন বিসিবি সভাপতি।

রোববার (২৩ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন,‘তামিমই আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে।’



আপনার মূল্যবান মতামত দিন: