
বুধবার (০৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা মাস-২০১৭ উপলক্ষে ‘স্তন ক্যান্সারে হোন সচেতন, স্ক্রিনিং করুন নিয়ম মতন’ শ্লোগান শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অনকোলজি, সার্জারি ও গাইনি বিভাগের চিকিৎসকরা।
রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতাল স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইহেতাসামুল হক। বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল রহমান, সার্জারি বিভাগের প্রধান ডা. আব্দুস সালাম আরিফ, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেরিন এফ সিদ্দিকা, ডা. আলি নাফিসা, ডা. শারমিন আব্বাসি, ডা. বেনজীর হক প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: