
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৬৫৩ জন। যা এখন পর্যন্ত একদিনে এ বছরের সর্বোচ্চ আক্রান্ত।
বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জন মারা যান। একই সময়ে আরো ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হন।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১ হাজার ৩২৬ জন।
আপনার মূল্যবান মতামত দিন: