ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৮ July ২০২৩ ২০:৫৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৮ July ২০২৩ ২০:৫৩

ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। ১২টি দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।

গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত জার্মানির বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। একটি বলও মাঠে না গড়ানোয় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েই লক্ষ্য পূরণ হয়ে গেছে আয়ারল্যান্ডের। এর কয়েক ঘণ্টা পর ডেনমার্ককে ৩৩ রানে হারিয়ে ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে চলে গেছে স্কটল্যান্ড।

এর আগে ২০২৪ বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, ২০২২ বিশ্বকাপের শীর্ষ আট দল―অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এ ছাড়া র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের মূল আসরে জায়গা পেয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। 



আপনার মূল্যবান মতামত দিন: