
মিয়ানমারে সহিংসতার মুখে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ৯১ হাজার ৪২৩ জন রোহিঙ্গা নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদিন ৯ হাজার রোহিঙ্গা নিবন্ধিত হচ্ছে। গতকাল (শনিবার) পর্যন্ত ৯১ হাজার ৪২৩ জন রোহিঙ্গা নিবন্ধন করেছেন। আজ এক লাখ ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, দেশের ১৬টি স্থলবন্দরে শিগগিরই স্ক্যানিং মেশিন ব্যবহার করা হবে। এতে আমদানি পণ্যের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।
এসময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: