odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

আরও ৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

ডেক্সবার্তা | প্রকাশিত: ১০ October ২০১৭ ১৮:৩১

ডেক্সবার্তা
প্রকাশিত: ১০ October ২০১৭ ১৮:৩১

রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ সদরে হাবিরছড়া, রাজারছড়া এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে সৈকতে আসে এই লাশগুলো।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন লাশগুলো উদ্ধার করে। লাশগুলো দাফনের প্রক্রিয়া চলছে। ৯টি লাশের মধ্যে ৮ জন নারী ও একটি শিশু রয়েছে। এর আগে গতকাল সোমবার সকাল পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। গত ২৮ সেপ্টেম্বর উখিয়ার ইনানি বিচ এলাকায় একশোর মত রোহিঙ্গাকে বহনকারী নৌকা ডুবে ২৩ জন প্রাণ হারান। গত আগস্ট মাসের শেষদিকে মিয়ানমারে সহিংসতার পর থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার সময় এ নিয়ে ২৫টির মত নৌকাডুবির ঘটনায় ১৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: