
স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন রাস্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: