ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হাসপাতালে ভর্তি দেলাওয়ার হোসাইন সাঈদী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ০৬:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ০৬:৩৯

জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে রবিবার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে সাঈদীকে হাসপাতালে আনা হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেসার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমএমইউতে পাঠানো হয়। 

জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে তার অসুস্থতার বিষয় জানিয়ে পোস্ট দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: