ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গাদের নিবন্ধন শেষ হবে ডিসেম্বরের মধ্যে

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৭ ১৯:৪০

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৭ ১৯:৪০

মিয়ানমারে রাখাইন রাজ্যের সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ ৫ হাজার জনের নিবন্ধন  সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব রোহিঙ্গাদের নিবন্ধন হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন , কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ২০টি ব্লকে মোট পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপন হবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: