
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন ঢাকার ও চারজন ঢাকার বাইরের বাসিন্দা।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৯৪৪ জন।
এদের মধ্যে ঢাকার বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৭৭ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৭ জন।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: