ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ ‘‘অভিজিৎ হত্যার সন্দেহে’’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৭ ১৬:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৭ ১৬:৪৩

অভিজিৎ

 

ঢাকা-মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ ইউসুফ আলী জানান, রোববার রাতে মোঃপুরের ইকবাল সড়কে অভিযান চালিয়ে মোঃ আবু সিদ্দিক সোহেল (৩৪) যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাউন্টার টেররিস্ট ইউনিটের একজন কর্মকর্তা বলেন, সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘‘আনসার আল ইসলামের’’ একজন সদস্য।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, তাদের সংগঠনের বড় ভাই জিয়ার ( মেজর জিয়া) নির্দেশে সে ওই হত্যাকাণ্ডে অংশ নেয়।”

পুলিশ কর্মকর্তা ইউসুফ জানান সি সি টিভি ভিডিও পর্যবেক্ষন করে যাদের চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে সোহেল অন্যতম ।

পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদ হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।

ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবার দায়ের করা মামলায় এর আগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের ‘প্রধান সন্দেহভাজন’ মুকুল রানা ওরফে শরিফুল খিলগাঁওয়ে গত বছরের ১৯ জুন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

পুলিশ জানান , ‘আনসারুল্লা বাংলা টিম’ নাম বদলে ‘ আনসার আল-ইসলাম’ বাংলাদেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছেন ।

২০১২ সালের ১৯শে জানুয়ারি সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী ‘মেজর জিয়া আনসার আল ইসলামের’ সঙ্গে আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: