odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

জালিয়াতির দায়ে গ্রেফতার করেছে ৩ জনকে : সি আই ডি পুলিশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ November ২০১৭ ১০:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ November ২০১৭ ১০:৫২

মোঃ রাজীব ফারহানের নেতৃত্বে রবিবার  ও সোমবার ঢাকায় ও রংপুর   তল্লাশী  চালিয়ে ওদের তিনজনকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী  হচ্ছেন …ঢাকার একটি মাদ্রাসার ছাত্র মোঃ সাইদুল ইসলাম (২২) এবং রংপুরে টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারের সুপারভাইজার আহম্মেদ জাহিদ আনোয়ার (৩০), রংপুর সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর মোঃমাহমুদুল হাসান মামুন (৩০)।  

রংপুর থেকে গ্রেপ্তারকৃত আসামীদের  কাছে টেলিটকের   বর্ণমালা ও অপরাজিতা প্যাকেজের ১১৫০টি সিম এবং ঢাকায় গ্রেপ্তারকৃত  সাইদুলের কাছে আরো  দুইশ সিম পাওয়া গেছে বলে জানা যায় ।

ফারহান বলেন, “ওই চক্রটি কোনো কাগজপত্র ছাড়াই নির্দিষ্ট কিছু লোকের কাছে অবৈধভাবে সিম বিক্রি করে থাকে । সোশ্যাল  মিডিয়ায় ভুয়া আইডি খুলে, কাউকে হুমকি দিতো, বিকাশের ব্যাক্তিগত অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতো এবং বিভিন্ন অপরাধমূলক কাজে ঐসব  সিম ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।”

পুলিশ বলছে, আহম্মদ জাহিদ আনোয়ার তার পদ ও প্রভাব ব্যবহার করে রংপুরের পাশে দিনাজপুরসহ কয়েকটি জেলায় অবৈধ  সিম বিক্রির ১টি চক্র গড়ে তুলেছিলেন। আর ঢাকায় গ্রেপ্তার সাইদুল অবৈধ সিম সংগ্রহ করে চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন।

পুলিশের এক  কর্মকর্তা রাজিবআহম্মেদ  আরো জানান , ঐ  চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য  ঢাকায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: