ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১৭:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১৭:১৩

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েন বিষয়ে কমিশনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনের যেটি মঙ্গলজনক, সুবিধাজনক হবে সেটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ রবিবার দুপুরে খুলনায় জেলার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোর প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘দেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনই শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।

তাই বর্তমান নির্বাচন কমিশনের ওপর যাদের আস্থা নেই তারা রঙিন চশমা পরে আছেন। তারা স্বচ্ছ দৃষ্টিতে দেখলে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা পাবেন বলেছেন। আমরা এ পর্যন্ত যেসব নির্বাচন করেছি, সেগুলোতে কমিশন ও সাধারণ মানুষ সন্তুষ্ট। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: