
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসী মামুন গংয়ের হাত থেকে বসত ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেেছ বাঘড়া ইউনিয়নের ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-দোহার সড়কের বালাশুর নামক স্থানে এ মানবন্ধন অনুষ্ঠতি হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বাঘড়ার মামুন ও তার বাহিনীর অত্যাচারে এলাকার প্রায় ২০ টি পরিবার এলাকা ছাড়া হয়ে আছেন। তাদের বসত ভিটা, কৃষি জমি সবই দখল করে নিয়েছে মামুন গং। বিদেশ থেকে এলাকায় কোন প্রবাসী আসলে তার কাছে টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মামুন বাহিনীর লোকজন বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করে। এলাকাবাসী প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একাধিক মামলার মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে মানববন্ধনকারীরা জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: