
মুন্সীগঞ্জের সিরাজদিখানের বয়রাগাদী ইউনিয়ন পরিষদের গ্রাম্য বিচারের এজলাস উদ্বোধন হয়েছে । ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়র পরিষদে এ ভবন সংস্কার ও এজলাস উদ্বোধন হয় । উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম ভবণ ও এজলাসের উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ,ইউপি সদস্য বৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা ।
উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম্য বিচার চালু হলে জুডিশিয়াল আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের অনেক কাজ কমে যাবে । তিনি সততার সহিত এ দায়িত্ব পালন করার ব্যাপারে সতর্ক থাকতে বলেন ।
আপনার মূল্যবান মতামত দিন: