ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮১তম জন্মবার্ষিকী পালিত

Admin 1 | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৯

Admin 1
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৯

ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। তার মধ্যে ছিল সদর উপজেলার নূর মোহম্মদ নগরে কোরানখানি, র‌্যালি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, শহীদের স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।


এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ-এর পতœী বেগম ফজিলাতুন নেছা, সহকারী কমিশনার ভূমি শিমুল কুমার সাহা, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট-এর সদস্য সচিব আজিজুর রহমান ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এডভোকেট এস এ মতিন, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নাজনীন সুলতানা রোজী প্রমুখ।
এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ব্যবহৃত বাই সাইকেলটি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরে সংরক্ষণের জন্য জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের কাছে হস্তান্তর করেন, সাইকেল ব্যবহাকারী নড়াইল সদরের ডৌয়াতলা গ্রামের স্কুল শিক্ষক মৃত অলিয়ার রহমানের ছেলে এমদাদুল হক।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আমানত শেখ ও মাতা মোসাঃ জেন্নাতা খানম। ৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এক সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন।
যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: