
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কিশোরী মামা বাড়ী একনাম শুনতে গিয়ে ধর্ষনর চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৯ টা ফুরশাইল গ্রামের মো.রবিন (২৬) এই ঘটনা ঘটিয়েছে বলে ভূক্তভূগীর পরিবারের সদস্যরা জানিয়েছে। ঘতক রবিন ফুরসাইল গ্রামের মোহাম্মদ হারুন এর ছেলে। কিশোরীর মা ও স্বজনরা জানান, একনামের মন্দীর থেকে বান্দবীর বাড়ী যেতে থাকে এই সময় ঘাতক রবিন তাকে মূখ চেপে ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। কিশোরীর ডাকচিৎকারে স্বাজন ও এলাকাবাসী এসে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ঘাতক পালিয়ে যায়। এলাকাবাসীরা জানান, এর আগেও বখাটে রবিন এ ধরনে কর্মকান্ড ঘটিয়েছিল। পড়ে ইউনিয়ন পরিষদে নিয়ে দুই চারটা চর থাপ্পর দিয়ে ছেড়ে দিয়েছে। গতকাল রাতে যেই ঘটনা ঘটিয়েছে তার ও বিচার করে দিবে বলে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আস্বাশ দিয়েছে। এ বিষয়ে রবিনে পিতা মোহাম্মদ হারুন জানান, এটা তেমন একটা বড় বিষয় না। আমার ছেলে ঐ মেয়ে মুখ চেপে ধরেছিল। আমি তাকে সাশন করেছি। গত আট মাস আগেও এমন ঘটনা ঘটিয়ে জানতে চাইলে তিনি বলেন ইউনিয় পরিশদে বিচার হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে তার বিচার উপজেলা চেয়ারম্যান করবে বলে আমাদের জানিয়েছে। এব্যপারে মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা আক্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি এই বিষয়ে পুরোপুরি অবগত না। আমি বিষটি যেনে আপনাদের বলব। সিরাজদিখান থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম হোসেন জানান, বিষটি মৌখিক ভাবে শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের অফিসার তদন্ত করছে। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করো হবে। ১৮-১১-১৭
আপনার মূল্যবান মতামত দিন: