odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হাতে চাচা খুন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ November ২০১৭ ১৯:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ November ২০১৭ ১৯:০০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম সিয়ালদী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। নিহত মজিদ হাওলাদার (৭০) সে শিয়ালদী গ্রামের মৃত-মজিদ হালাদারের পুত্র। গতকাল শনিবার রাত ১০ টা দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ মালার এজাহার ভূক্ত ৪ আসামী কে গ্রেপ্তার করেছে। আবুবক্কর হাওলাদার (৬০), জয়নাল হাওলাদার (৫০), হোসেন হাওলাদার (৫৫) ও জামাল হাওলাদার (৪৬) ।
 
মালার এজাহার সূত্রে জানাযায়, মতিন হাওলাদারের সাথে দির্ঘদিন জাবৎ পুকুরের জমি নিয়ে মোঃ ওয়াসিম হাওলাদার (৪২) গং দের সাথে দির্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। ওয়াসিম হাওলাদার বাদী হয়ে সিরাজদিখান থানায় ৭ জন কে আসামি করে লিখিত এজাহার দ্বায়ে করেছে।
আসামীরা হলেন, মো.আবু বক্কর (৬০), মো.হোসেন (৫৫), মো.জয়নাল হাওলাদার (৫০), মো.জামাল হাওলাদার(৪৬),মো.কামাল হাওলাদার (৪২), মো. ইউসুফ হাওলাদার (৩০), সর্ব পিতা-মৃত আহাদ হাওলাদার। আব্দুল্লাহ হাওলাদার (২৩), পিতা-মো.হোসেন হাওলাদার সাং পশ্চিম শিয়ালদী।
মামলার বাদী মো.ওয়াসিম হাওলাদার জানান, এশার নামাজ পড়ে বাবা বাড়ীতে আসে কোরআন শরীফ পড়তে ছিল,এ সময় জুয়েল এসে তাদের বিল্ডিং এ ডেকে নিয়ে যায় সেখানে পুকুরের জমি নিয়ে কথা বলতে থাকে আমার বাবা ওখান থেকে উঠে চলে আসতে থাকলে জয়নাল ও হোসেন আমার বাবার উপড় আঘাত করে।
 
উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: দুলাল হোসেন জানান, রাত ১১ টা ৪৫ মিনিটে আমাদের এ খানে নিয়ে আসার আগেই ওনি মারগিয়েছে। আমরা দ্রুত সিরাজদিখান থানা পুলিকে জানাই। পুলিশ এসে লাসটি সুরতাহাল সম্পন্ন করে থানায় নিয়ে যায়।
 
সিরাজদিখান থানার ভারপ্রপ্ত কর্মর্কতা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে আমি সহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ জন কে আটক করতে সক্ষম হই বাকী
 


আপনার মূল্যবান মতামত দিন: