ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

থানাকে মানুষের সেবাপ্রাপ্তির ভরসাস্থল গড়ে তুলতে চাই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩ ২১:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩ ২১:৫৯

মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। তাই আমরা থানাকে মানুষের সেবা প্রাপ্তির প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।  

তিনি বলেন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উপর বিশেষ নজর দিতে হবে। ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে ইতোমধ্যে ট্রাফিক বিভাগের অফিসারদের সাথে কথা বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। পুলিশী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও বেগবান করতে হবে।

মঙ্গলবার সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: