
বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের মুখে এবারের জাতীয় নির্বাচনে কতগুলো দল অংশ নিয়েছে, এ নিয়ে তিন দিনে তিন ধরনের তথ্য জানা গেল।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এবার নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ভোটে এসেছে ২৯টি।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০টি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানানো হয়। তবে সেটা ছিল তাৎক্ষণিক হিসাব।
আপনার মূল্যবান মতামত দিন: