ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দেশের ৩৩৮ থানার ওসি বদলের প্রস্তাবে ইসির অনুমোদন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ১৩:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ১৩:০৫

নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়েছে বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ অনুমোদন দিয়েছে ইসি।

গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো চিঠিতে ইসি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসিদের চাকরিকাল বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। 

 



আপনার মূল্যবান মতামত দিন: