odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত

odhikar patra | প্রকাশিত: ১১ December ২০২৩ ১৮:৪২

odhikar patra
প্রকাশিত: ১১ December ২০২৩ ১৮:৪২

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার ভোর সাড়ে সাতটার দিকে ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আমিনপুর থানার রানীগ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কারো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন আমিনপুর থানা পুলিশ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় কয়েকশো লোকজন।
ঢালারচর টু পাবনা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে ট্রেনে কাটা পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও এই প্রথম ট্রেনটি লাইন সুতো হয় বলে জানাযায়।
পরে রেল কর্তৃপক্ষের একটি উদ্ধার টিম ঘটনাস্থলে এসে লাইনচ্যুত হওয়া দুটি বগি লাইনে ওঠানোর জন্য কাজ করে যাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: