
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে
মাদকাশক্ত মোঃ রানা (২৪) তার বোন জামাইকে ধাড়ালো ছুড়ি দিয়ে
কোপানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ রানাকে আটক করে
সিরাজদিখান থানায় নিয়ে এসেছে। গতকাল শুক্রবার দুপুর অড়াইটার দিকে
উপজেলার কংশপুরা অটোস্টান্ডে এ ঘটনা ঘটে। আটক রানা উপজেলার কংশপুরা
গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
রানার পিতা সিরাজ জানান, আমার ছেলে দীর্ঘদিন যাবৎ মাদকাশক্ত। আজ
সকাল থেকেই বাড়ীতে টাকার জন্য উত্তেজনা করছিল। টাকার জন্য আমার বড়
মেয়ের জামাই মহসীন দেওয়ান (৪৩) কে ফল কাটার ছুড়ি দিয়ে আঘাত করে
আহত করে। প্রশাসনের কাছে আমি ছেলের বিচার চাই।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ ইভানা সাত্তার
জানান, দুপুর ৩ টার দিকে আহতের স্বজনরা মুমূর্ষ অবস্থার জরুরী বিভাগে
নিয়ে আসে। তার শরীরে ৮টি সেলাই করা হয়েছে ।
সিরাজদিখান থানার ওসি (অপারেশন) গাজী মোঃ সালাউদ্দিন ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রানাকে আটক করা হয়েছে।
তবে এখন পর্যন্ত স্বজনদের কাছ থেকে থানায় কোন অভিযোগ দায়ের
করেনি।
আপনার মূল্যবান মতামত দিন: