odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬
অধ্যাপিকা সাগুপতা ইয়াসমীন এমিলির (এম পি ) পিতা

নুরুল ইসলাম খান এর ১ম মৃত্যু বার্ষিকী।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ December ২০১৭ ১৮:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ December ২০১৭ ১৮:৫৩

আজ মুন্সীগঞ্জ (২) লৌহজং টঙ্গীবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুপতা ইয়াসমীন এমিলি (এম পি ) ।

উনার পিতা অত্যান্ত সু-পরিচিত আল্হাজ্ব নূরুল ইসলাম খাঁন এর প্রথম মৃত্যূ বার্ষীকি ।মরহুমের রুহের শান্তির জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন সাগুপতা ইয়াসমীন ।সকলেই তাহার রুহের মাগফেরাৎ কমনা করে মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি মহান আল্লহ্ তাহাকে জান্নাত বাসি করেন ।তার পিতার মৃত্যু বার্ষির্কি উপলক্ষে সাগুপতা ইয়াসমীন এমিলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে স্ট্যাটাসে যা লিখেন   হুবহু তুলে  দেওয়া হল

 

“গত এক বছরে আমি আমার বাবা ও মা দুই জন কেই হারিয়েছি। বাবা ও মা এ জগত এ যেকোনো সন্তান এর জন্য আল্লাহ্র শ্রেষ্ঠ উপহার। একজন এতিম সন্তান-ই অনুধাবন করতে পারে বাবা-মা না থাকার বেদনা ও এই শুন্যতা কি ভয়ঙ্কর ও নির্মম। আজ আমার পিতা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম খান এর ১ম মৃত্যু বার্ষিকী। আমি আমার বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহ্ যেন উনাকে বেহেস্ত নসিব করেন। আমিন।



আপনার মূল্যবান মতামত দিন: