odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের : ইসি রাশেদা সুলতানা

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ২৭ December ২০২৩ ১৯:৪৩

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ December ২০২৩ ১৯:৪৩

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের,কমিশন কেন্দ্রে ভোটার এনে দেবে না। নির্বাচনে বড় ভূমিকা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে নির্বাচনের কোনো মান নেই। ভোটার না থাকলে সে নির্বাচনের প্রাণ নেই।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে কিনা তা তুলে ধরার দায়িত্ব সাংবাদিকের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।

গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।

এসময় গাইবান্ধার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: