odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬
মুন্সিগঞ্জ-১

নৌকার নির্বাচনী সভা জনসভায় পরিনত 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩ January ২০২৪ ০১:৩৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩ January ২০২৪ ০১:৩৭

প্রধান প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে নৌকা বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী পুরুষের মিছিলে মিছিলে সভাস্থল যেন জনসভায় রুপনেয়। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় সিরাজদিখান উপজেলার শেখরনগর বালুরমাঠ বিভিন্ন শ্রেণি পেশার মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজন সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আমজাদ শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া, কেন্দ্রীয় মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য মেহযাবিন আলী, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 



আপনার মূল্যবান মতামত দিন: