
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে পরে পর্যবেক্ষণ করার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ১২৭ জন হলেন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।
আজ বুধবার ইসির একাধিক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তবে এই সংখ্যা কিছুটা এদিক-সেদিক হতে পারে বলে জানা গেছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে দেশী ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০,২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।
আপনার মূল্যবান মতামত দিন: