ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল: রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৪ ২১:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৪ ২১:১০

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছে রাশিয়া।

আজ শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই অভিযোগ করেন। ঢাকায় রাশিয়া দূতাবাস তার ফেরিভায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

মারিয়া জাখারোভা বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাতে চাই।

উল্লেখ্য, রাশিয়া গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে।



আপনার মূল্যবান মতামত দিন: