ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখতে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ২৩:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪ ২৩:০৪

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখুন। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে। দক্ষহাতে ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিনগুলো আরো উন্নত ও ভালো হবে। 

আজ রবিবার বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: