ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রমজানে বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৪ ২২:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৪ ২২:৩৫

রমজানে বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, রমজানে নিত্য-প্রয়োজনীয় পণ্য যেগুলো প্রয়োজন সেগুলোর যথেষ্ট মজুদ রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই। এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।

রবিবার বিকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। প্রয়োজনে সরকার কঠোর হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: