ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল গণভবনে যাচ্ছেন ৬২ জন স্বতন্ত্র এমপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৪ ১৪:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৪ ১৪:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কাল গণভবনে যাচ্ছেন দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র এমপি। দ্বাদশ সংসদে তাদের ভূমিকা কী হবে- তাও কালই নির্ধারিত হবে। জানা যাবে, তারা কী আওয়ামী লীগে যোগ দেবেন, নাকি স্বতন্ত্রই থাকবেন।  কারণ আগের মতো আলাদা জোট গঠনের কথা বলছেন না তারা। কেননা এতে দল থেকে পদত্যাগসহ নানা বাধ্যবাধকতা দেখা দেবে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনার দিকেই তাকিয়ে আছেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ৩০ জানুয়ারি। এতে মাত্র ১১টি আসন নিয়ে বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি- এটা অনেকটা নিশ্চিত। তাহলে কী করবেন স্বতন্ত্র ৬২ এমপি- যাদের ৫৯ জনই আওয়ামী লীগের। ভোটের পরপরই তারা জোট গঠনের কথা বলেছিলেন। সংসদে এখন কী ভূমিকা নেবেন তারা? এসব নির্ধারিত হবে রোববার ২৮ জানুয়ারি। সেদিন তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: