ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পাটগ্রামে মটর সাইকেল চুরির অভিযোগে আটক ৪ ।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৭:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৭:০৫

হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মটরসাইকেল চুরির অভিযোগে ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যনÍ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার মৃত আব্দুল কাদেরের ছেলে রেজওয়ান কবীর সোহাগ(৩০), ওই এলাকার একাব্বর আলীর ছেলে সাইজুল হক(৩৯), আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান(৩৩) ও বাউরা বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে আরিফুজ্জামান আরিফ(২৭)। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, মোটরসাইকেল চুরির মামলায় মিজানুর ও সাইজুলকে প্রথমে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে রেজওয়ান  ও আরিফকে আটক করা হয়। তবে এ বিষয়ে ভালভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: