
হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জয়নাল আবেদীন(২৬) নামে এক জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন উপজেলার দহগ্রাম ইউনিয়নের শালতলী এলাকার আজিজুল হকের ছেলে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শালতলী গ্রামে অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে আটক করে। এসময় তার সাথে থাকা বাকি সব জুয়াড়–রা পালিয়ে যায়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। তিনি আরও জানান, জয়নালকে বুধবার বিকেলে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে ।
আপনার মূল্যবান মতামত দিন: