odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

নড়াইলের পাট বোঁঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ড্রাইভার ও হেলপার আহত

Admin 1 | প্রকাশিত: ১ March ২০১৭ ০০:৩৭

Admin 1
প্রকাশিত: ১ March ২০১৭ ০০:৩৭


নড়াইল (২৮ ফেব্রুয়ারী) নড়াইলের বেহাল সড়কে পাট বোঁঝাই একটি ট্রাক দূর্ঘটনার শিকার হয়েছে।

এ সময় ড্রাইভার ও হেলপার আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় গতকাল সকাল ১০ ট্রার দিকে পাট বোঝাই করে ট্রাকটি (ঢাকা মেট্র-ন-১৬-২৫৩৩) পৌরসভার কুন্দশী থেকে নড়াইলের লোহাগড়া বাজার দিকে যাচ্ছিল। ওই এলাকার কুন্দশী মসজিদের নিকট পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার মোঃ ইমরান বলেন, নড়াইল জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার নড়াইলের লোহাগড়া। এখানে প্রতিদিন শতাধিক ট্রাক ও পন্যবাহী যানবাহান এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করে। সড়কের দুরাবস্থার কারনে এ দূর্ঘটনার শিকার হয়েছি । ব্যবসায়ী কায়েম উদ্দিন অভিযোগ করে বলেন, নড়াইলের লোহাগড়া বাজার থেকে সিএন্ডবি চৌরাস্তা, থেকে মল্লিকপুর হয়ে ইতনা পর্যন্ত প্রায় ৮ কি.মি. দীর্ঘ সড়কটির অবস্থা এতই নাজুক যে, সামন্য ভুলেই এ ধরনের বড় বড় দূর্ঘটনায় পড়ছে ট্রাক, ইজিবাইক, নসিমনসহ নানা ধরনের যানবাহন। পঙ্গুত্ব বরণ করতে হয় অনেকের। নড়াইলের লোহাগড়ায় এলাকার সাধারণ মানুষের দাবি, যথাযথ কর্তৃপক্ষ সড়কটি দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলে সাভাবিক করতে যুগান্তকারী পদক্ষেপ রাখবেন।

নড়াইল জেলা প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: