
লালমনিরহাট জেলার সদর উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে বাচ্চু মিয়া (৪২) নামে এক জন যাত্রী নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার দুপুরের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার বসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে লালমনিরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল ফরিদ জানান,‘ বাসটি রাস্তা থেকে অপসারন করতে রাত পর্যন্ত সময় লাগবে।’ এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি আল-ওয়াসী জান্নাত নামের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান ও ২০ জন যাত্রী গুরুতর আহত হন। তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
হাসান মাহমুদ, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
আপনার মূল্যবান মতামত দিন: