ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন সবাই সংকটাপন্ন : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ১৬:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ১৬:২৪

১ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় এই পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন।এছাড়া, এই ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন সবাই সংকটাপন্ন বলেও জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগার পর ভবনের বদ্ধ জায়গায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অনেকে মারা গেছেন। দগ্ধরা কেউ শঙ্কামুক্ত নন। 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন। আজ সকাল পৌনে ৭টাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করে আহতদের খোঁজ-খবর নিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: