ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যাক্ত করায় বখাটের কারাদন্ড

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:৩৭

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রীকে উত্ত্যাক্ত করায় নাঈম ইসলাম(২৫) নামে এক বখাটের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু সাঈদ এ রায় প্রদান করেন। নাঈম ইসলাম উপজেলার সুন্দ্রাহবি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, উপজেলার কাকিনা এলাকায় কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায় উত্ত্যাক্ত করতো নাঈম। ওই ছাত্রী থানায় বিষয়টি অবগত করলে থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ওই বখাটেকে আটক করে। পরে তাকে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আবু সাঈদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক এ রায় প্রদান করেন। এছাড়া নাঈমকে রাতেই জেলহাজতে প্রেরন করা হয় বলেও জানান তিনি।
হাসান মাহমুদ। জেলা প্রতিনিধি, লালমনিরহাট।

 



আপনার মূল্যবান মতামত দিন: