ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ঈদের আগে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০ টাকা বৃদ্ধি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪ ১৬:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪ ১৬:৪০

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দর ছিল ২০০ থেকে ২০৫ টাকা।

বাজারগুলোতে সোনালির কেজি ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ টাকা এবং সাদা লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ও আলু আগের দামেই বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ৫০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ৬০ টাকা এবং আলু ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: