ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হাতীবান্ধায় গাঁজাসহ আটক-১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৬

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ সফর আলী (২৪) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকার রেল গেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সফর আলী উপজেলার সিংগীমারী ইউনিয়নের দ:গড্ডিমারী গ্রামের আব্দুল রহিজের পুত্র বলে জানা গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা উপ-পরিদর্শক(এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেডিকেল মোড় এলাকার রেল গেটে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানা, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
হাসান মাহমুদ। লালমনিরহাট।

 



আপনার মূল্যবান মতামত দিন: