ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৭ ১১:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৭ ১১:০২

 

হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা সীমান্তে গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম(২৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে।

শনিবার ভোর রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নং মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার গোতামারী ইউনিয়নের ওই এলাকার জয়নাল আবেদীনের পুত্র।

এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া সাবু ঘটনার সত্যতা নিশ্চিত জানান, শনিবার ভোর রাতে শফিকুলসহ কয়েকজন পারাপারকারী গরু নিয়ে ফেরার সময় উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫ নং মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় কোচবিহার-১শ বিএসএফ ব্যাটালিয়নের পাগলি বাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে শফিকুল গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে মারা যান। শফিকুলের লাশ ভারতের অভ্যন্তরে থাকায় পরে বিএসএফ এসে লাশটি নিয়ে যায় বলেও জানান তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, ওই সীমান্তে একজন মারা গেছে। তবে মরদেহটি ভারতের অভ্যান্তরে থাকায় সেটি বাংলাদেশী না ভারতীয় তা এখনো বলা যাচ্ছে না।
হাসান মাহমুদ। লালমনিরহাট।

 



আপনার মূল্যবান মতামত দিন: