odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সিরাজদিখানে প্রচন্ড তাপদাহে পিতাকে ছাড়াতে ২ বছর ৫ মাসের শিশু থানাতে

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩ May ২০২৪ ০১:৩৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩ May ২০২৪ ০১:৩৩

প্রধান প্রতিবেদক:

প্রচন্ড তাপদাহে পিতাকে ছাড়াতে ২ বছর ৫ মাসের শিশু কন্যা মায়মুনা মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাতে হাজির। গতকাল বৃহস্পতিবার (২ মে)  রাত অনুমান ৯ দিকে পিতা সবুজ শেখকে থানা হতে ছাড়িয়ে নেওয়ার জন্য তাহার কন্যা মায়মুনা হাজির হন থানায়।

এ-সময় শিশু কন্যা মায়মুনা পুলিশকে জানান আমার আব্বু এ প্রচন্ড তাপদাহে হাজতে থাকলে খুব কষ্ট পাবে। বিষয়টি সিরাজদিখান থানার মানবিক অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন এর নজরে আসে। পরে মায়মুনার দাদা-মোবারক আলীর সাথে পিতা সবুজ শেখের অভিযোগের বিষয়টি মিমাংসা করে পিতা সবুজ শেখকে থানা হতে ছেড়ে দেন।

পুলিশ সুত্রে জানাযায় শিশু কন্যা মায়মুনার দাদা-মোবারক আলীর অভিযোগের ভিত্তিতে পিতা-সবুজ শেখকে পুলিশ আটকে রাখে।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,২ বছর ৫ মাসের শিশু কন্যা মায়মুনা তার মায়ের সাথে থানায় এসে বলতে থাকে আমার আব্বুকে ছেড়ে দেন এ গরমে আমার আব্বুর কষ্ট হবে।বিষয়টি আমার মনে দাগকাটে আমি তাৎক্ষণিক শিশুটিকে জোস সহ বিভিন্ন শিশু খাবার এনে দেই এবং শিশুটির দাদার মোবারক আলীর অভিযোগ মিমাংসা করে পিতা সবুজ শেখকে ছেড়ে দেই।

 



আপনার মূল্যবান মতামত দিন: