ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৪ ১৭:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৪ ১৭:৪২

২ জুন, ২০২৪ (অনলাইন ডেস্ক): ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

গত ২৮ মে মঙ্গলবার রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম টিকিট বিক্রির এই ঘোষণা দেন।

আজ ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে আগামীকাল ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট।

এছাড়া, ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।  



আপনার মূল্যবান মতামত দিন: