odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

বিআরটিসি এসি বাস এখন হবিগঞ্জের চুনারুঘাট রুটে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ June ২০২৪ ২৩:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ June ২০২৪ ২৩:১২

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় গণপরিবহন 'বিআরটিসি' এসি বাস এখন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া থেকে ঢাকার মগবাজার চৌরাস্তা মোড় পর্যন্ত যাত্রা শুরু করেছে। বাদল এন্টারপ্রাইজের পরিচালনায় বর্তমানে একটি বাস চলাচল করছে। ঈদুল আজহার পর থেকে দুটি বাস চলবে বলে প্রতিষ্ঠানটির এমডি সাংবাদিক সায়েদুল ইসলাম বাদল জানিয়েছেন।

গত ২২ মে বিকেল তিনটায় ঢাকার মগবাজার চৌরাস্তা মোড় থেকে এর যাত্রা শুরু হয়।
বর্তমানে আসামপাড়া থেকে সকাল ৬টায় ও ঢাকা থেকে বিকেল তিনটায় নিয়মিত গাড়িটি চলছে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ জুন থেকে এর শিডিউল পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এই সময় অনুযায়ী ওই দিন সকাল ১০ টায় আসামপাড়া থেকে ও রাত ৮টায় ঢাকার মগবাজার চৌরাস্তা মোড় থেকে বাস ছাড়বে। ঈদ উপলক্ষে টিকেটের মূল্য থাকবে ৭০০ টাকা।সায়েদুল ইসলাম বাদল এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: