৫ জুলাই, ২০২৪ (অনলাইন ডেস্ক) : সিলেটে নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ৩দিন বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও একটি পয়েন্ট ছাড়া সবগুলো পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৬৪ সেন্টিমটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগের দিন ৭১ সে.মি. ছিলো।
আপনার মূল্যবান মতামত দিন: