odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরনে দোয়া ও আলোচনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ August ২০২৪ ২১:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ August ২০২৪ ২১:১৫

লিটন মাহমুদ মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিক, শিক্ষার্থী ও জনতা নিহত ও আহতদের স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টার সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহরিক চৌধুরী মানিক এর পিতা মো: আনিস চৌধুরী, সাংবাদিক কাজী বিপ্লব হাসান, রুবেল, আনিছুর রহমান রলিন,মমিন বিশ্বাস, লিটন মাহমুদ,সালমান হাসান, ফয়সাল আহমেদ, মাসুদ খান, সামছুল হুদা হিতু, রাজ মল্লিক, নাসিমা সুলতানা রিতা, কাদির খান, সাইফুল্লা ভুইয়া প্রমুখ। এছাড়াও মুন্সীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ শাহরিক চৌধুরী মানিক এর পিতা আনিস চৌধুরী বলেন, এ আন্দোলন সকল শহীদ হত্যার বিচার চাই। সকল শহীদ তালিকা তৈরি করে শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনায় করেন জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মুমিন বিশ্বাস।



আপনার মূল্যবান মতামত দিন: