odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৯ September ২০২৪ ১৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ৯ September ২০২৪ ১৯:২৩

কুমিল্লা (দক্ষিণ), ৯ সেপ্টেম্বর, ২০২৪ : কুমিল্লা ইপিজেডের সামনে রোবাবার রাত ৯টার দিকে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মৃত দুইজনই কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী।গতরাতে কুমিল্লার সদর উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার গেটে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)।
ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, কাজ শেষ হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ সেখানে আছে।



আপনার মূল্যবান মতামত দিন: