ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হাতীবান্ধায় ভিক্ষুকদের মাঝে শুকনো খাবার বিতরণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮ ১৫:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮ ১৫:৩০

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় ৩শ’ ৬৭ জন ভিক্ষুককের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন ইউএনও আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার রহমান, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম ও পিআইও ফেরদৌস আহমেদ প্রমুখ। শুকনো খাবার হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, লবণ, চিড়া ও মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, ১ডজন ম্যাচ ও মোমবাতি বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: